বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনা অভ্যুত্থান চেষ্টার সঙ্গে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে জড়িয়ে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য অনভিপ্রেত। তাঁর এ রকম বক্তব্যে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।
আজ শুক্রবার রাজধানীর পল্টনে ২০০১ সালে বোমা হামলায় নিহত কমিউনিস্ট নেতাদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হয়েছে। ওই প্রতিবেদনে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বিরোধী দলের নেত্রী। যে দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা যুদ্ধের ঘোষক এবং সেনাবাহিনী তৈরি করেছেন—সেই দলটি সম্পর্কে এ ধরনের বক্তব্য জনগণ বিশ্বাস করবে না।

ফখরুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনের মাধুরী মিশিয়ে কথা বলেন। কিন্তু তাঁর বক্তব্য কতটুকু দায়িত্বশীলতার পরিচয় দেয়, তা জনগণই বিচার করবে। তবে প্রধানমন্ত্রীর দায়িত্বশীল কথা বলা উচিত বলে তিনি মন্তব্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here