মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী উপহার ৪র্থ পর্যায়ে ঘর পাচ্ছেন ৫২ পরিবার। বরাদ্দকৃত গৃহের উপভোগকারী ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ “ক” শ্রেণীর পুনর্বাসিতব্য ৫২ পরিবার যাচাই-বাছাই প্রক্রিয়া সরাসরি লটারির মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বরাদ্দকৃত
গৃহের উপভোগকারী যাচাই-বাছাই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, ইউপি সদস্য শংকর বিশ্বাস, বিষ্ণুপদ রায়, আজিজুল খাঁ, স্মিতা মন্ডল ও জয়ন্তী রাণী বিশ্বাস, এসএম শারাফাত হোসেন সহ ভূমিহীন ও গৃহহীন ব্যাক্তিবর্গ।

উপজেলার হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সলুয়া গ্রামে নির্মাণাধীন ঘরের জন্য এবার আবেদন পত্র বরাদ্দকৃতের চেয়ে অনেক বেশি হওয়ায় এবং স্বজন প্রীতি ঠেকাতে, স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ৫২ ভূমিহীন ও গৃহহীন উপভোগকারীকে চুড়ান্ত করা হয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here