থাইল্যান্ডের রাজকুমারী মাহা চাকরি সিরিনধর্ন মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গত রোববার ৪দিনের সফরে তিনি ঢাকা আসেন। তিনি গাজীপুরে থাই সরকারের অর্থায়নে পরিচালিত কয়েকটি প্রকল্প ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তাদের মধ্যে কৃষি, খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন ও শিশুর পুষ্টি খাতে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তিনি বলেন, দুদেশ কৃষি এবং মৎস্য ও পশু সম্পদ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার লক্ষ্যে এমওইউ স্বাক্ষরে সম্মত হয়েছে।
শেখ হাসিনা বলেন, থাইল্যান্ডের সফলতা ও অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ পোল্ট্রি, মৎস্য ও কৃষি ভিত্তিক শিল্প উন্নয়নে আগ্রহী।
তিনি ঢাকায় বিমসটেক সচিবালয় স্থাপনে থাইল্যান্ডের সমর্থনের প্রশংসা করে বলেন, দু’দেশ আঞ্চলিক, আন্তর্জাতিক ও বহুজাতিক ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।
থাই রাজকুমারী বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সত্ত্বেও দেশের অর্থনৈতিক উন্নয়নসহ নারীর ক্ষমতায়ন ও গণতন্ত্র শক্তিশালীকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন।
রাজকুমারী মাহা চাকরি সিরিনধর্ন থাইল্যান্ডের রাজা ভূমিবলের দ্বিতীয় কন্যা।
বাংলাদেশে এটি তাঁর দ্বিতীয় সফর। তিনি গত বছরের ফেব্রুয়ারি মাসে একটি বেসরকারি সংস্থার আমন্ত্রণে দু’দিনের সফরে বাংলাদেশে এসে গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের চরে নির্মিত রিসোর্টে অবস্থান করেন।
সে সময় ঢাকায় তোলা তার একটি ছবি গত বছরের ডিসেম্বরে ব্যাংককে পুরস্কৃত হয়। যে ছবিতে তিনি পুরান ঢাকার রাস্তার উপরের অংশে ঝুলন্ত বিভিন্ন ধরণের তারের জঞ্জাল দেখিয়েছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ইউএন নিউজ