গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার জয়পুরহাট আসছেন। এনিয়ে জয়পুরহাট, হিলিসহ আশ-পাশের সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গণতান্ত্রিক সরকারকে উৎখাতে সেনা অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টার পরপরই ভারত-বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী জয়পুরহাট জেলায় প্রধানমন্ত্রীর আগমন অনেক গুরুত্বপূর্ণ এ অঞ্চলের মানুষের কাছে।
বিজিবি ৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়পুরহাট আগমন উপলক্ষে হিলি, পাঁচবিবি, জয়পুরহাট এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের প্রতিটি পয়েন্টে বিজিবি সদস্য সংখ্যা বৃদ্ধি এবং টহল জোরদার করা হয়েছে। এছাড়াও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি হিলি রেল ষ্টেশনটি যেহেতু ভারত-বাংলাদেশ সীমান্তের শুন্য রেখা ঘেঁষে অবস্থিত সে কারণে প্রধানমন্ত্রীর জয়পুরহাট অবস্থানকালীন হিলি থেকে জয়পুরহাট গামী ট্রেন গুলোর প্রতি বিশেষ নজরদারির ব্যবস্থা নেয়া হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে।
এদিকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জয়পুরহাট আগমন উপলক্ষে শনিবার সন্ধ্যা ৭টায় হিলি স্থলবন্দর এলাকায় আনন্দ মিছিল করেছে হাকিমপুর উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/গোলাম মাহবুবুর রহমান/হিলি