প্রধানমন্ত্রী কি বললেন তাতে দেশের মানুষ খুব একটা গুরুত্ব দেয় না। তার বেশির ভাগ কথার বিশ্বাসযোগ্যতা আছে বলে জনগণ মনে করে না। বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তার দাবি, সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। তারা জনগণের জীবনতে দূর্বীষহ করে তুলেছে। এর প্রতিবাদ জানাতেই সবাই স্বতস্ফুতভাবে রোড মার্চে অংশগ্রহণ করেছে। রোড মার্চে ব্যবহৃত গাড়ি সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে বলেন, তিনি আগেও গাড়ির তালিকা করার নির্দেশ দিয়েছিলেন। যেহেতু সরকার চালাচ্ছেন সেহেতু ইতোমধ্যে গাড়ির নাম্বারও সংগ্রহ করেছেন।

যারা স্বত:স্ফুর্ত ভাবে এবং যথেষ্ট আগ্রহের সঙ্গে রোড় মার্চে অংশ নিতে চেয়েছিলেন এসব গাড়ি তাদের। টিপাইমুখ বাঁধ সম্পর্কে বলেন, বরাবরই আমরা টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরোধিতা করেছি। ইতিমধ্যে ভারত সরকারকে বাঁধ নির্মাণ না করতে চিঠি পাঠিয়েছি। এলডিপি সভাপতি কর্ণেল অলি আহমদের ওপর হামলার প্রতিবাদ করে মির্জা আলমগীর বলেন, অলি আহমদের ওপর হামলা করে সরকারের ফ্যাসিবাদ চরিত্রের বহি:প্রকাশ ঘটেছে। কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে তার ওপর হামলা, নির্যাতন করবে এটাই তাদের চরিত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here