ডেস্ক রিপোর্ট:: প্রায় শেষ হয়ে আসছে ক্রিকেট মহারণ ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। আজ (বুধবার) থেকে আইসিসির এই মেগা আসরের সেমিফাইনাল শুরু হচ্ছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এদিন দু’দলই অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে। ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ শুরুর আগে থেকেই ঘুরেফিরে ২০১৯ সালের সেমিফাইনালের প্রসঙ্গ ওঠে আসছে। ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত আগের আসরে কিউইদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল রোহিতদের। সেই চিত্রের পুনরাবৃত্তি নাকি প্রতিশোধের সফল গল্প লিখবে ভারত সেটাই এখন দেখার অপেক্ষা!

অবশ্য ম্যাচটি মাঠে গড়ানোর আগে থেকেই শুরু হয়েছে পিচ বিতর্ক। ইতোমধ্যে আগেই নির্ধারিত পিচ পরিবর্তন করে ভারতকে সুবিধা দিতে আলাদা ২২ গজ বাছাইয়ের অভিযোগ তুলেছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন। এছাড়া ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসও আরেক প্রতিবেদনে জোর করে রোহিত শর্মারা ওই পিচের ঘাস কাটিয়েছেন বলে জানিয়েছে। যেখানে পিচ মন্থর হয়ে বাড়তি সুবিধা করে দিতে পারে স্পিনারদের।

টস জিতে ব্যাটিং নেওয়ার বিষয়ে রোহিত বলেন, দেখে ভালো পিচ মনে হচ্ছে। তবে স্লোয়ারও হতে পারে কিছুটা। যাইহোক, আমরা ভালো করতে চাই। আজকের দিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, নিউজিল্যান্ডও বেশ ধারাবাহিক দল। অন্যদিকে, কিউইরাও আগে ব্যাট করতে চেয়েছিল বলে জানান অধিনায়ক কেইন উইলিয়ামসন। তিনি বলেন, মনে হচ্ছে এটা আগের ব্যবহৃত পিচ। শুরু থেকেই আমরা ভালো বল করতে চাই, পরে হয়তো কুয়াশাও থাকতে পারে। চার বছর আগেও একই পরিস্থিতি ছিল, শুধু লোকেশনটা ভিন্ন।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

নিউজিল্যান্ডের একাদশ : ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), মার্ক চাপম্যান, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও লকি ফার্গুনসন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here