পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। স্বাগতিকরা হারিয়েছে প্রথম সারির নয় ব্যাটসম্যানকে। আর রান করেছে মাত্র মাত্র ১২৬।

 

মধ্যাহ্ন বিরতির পর ছয় ওভারের মধ্যেই ফিরে গেলেন অভিষিক্ত নাজিম উদ্দিন ও সহ-অধিনয়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৩১ বলে ১৮ রান করে ৩১তম ওভারের শেষ বলে সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তিনি। দলের সংগ্রহ তখন সাত উইকেটে ৮১। এর আগে ৭১ রানের মাথায় ২৮তম ওভারের শেষ বলে আউট হন নাজিম। ওপেনিংয়ে নেমে ৭৯ বলে ৩১ রান করেন তিনি। চার রানে ব্যাট করছেন নাসির হোসেন। তার সঙ্গে যোগ দিয়েছেন ইলিয়াস সানী।

 

চট্টগ্রামের দুই সন্তান তামিম ইকবাল ও শাহরিয়ার নাফীস যথাক্রমে ৯ ও ০ রানে আউট হন। সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ৮, অধিনায়ক মুশফিকুর রহিম ৪ এবং দলে ফিরে আসা সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল করেন ১ রান।

 

পাকিস্তানের পক্ষে আইজাজ চিমা, সাইদ আজমল ও উমর গুল দু’টি করে এবং আবদুর রেহমান একটি উইকেট নেন।

 

চট্টগ্রামের জহুর আহমদ স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে টসে জেতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্পোর্টস নিউজ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here