নূর আলম, নীলফামারী ::
নীলফামারীতে নানা আয়োজনেপ্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।নীলফামারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করে জেলা তাঁতীলীগ।
মঙ্গলবার বিকেলে(১৯মার্চ) জেলা শহরের চৌরঙ্গি মোড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলাতাঁতীলীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ।
জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক জামিল আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার।
পরে মিলাদ মাহফিল শেষে জাতির পিতা ও তার পরিবার এবং সকল শহিদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।