
সম্প্রতি ইংরেজী ভাষা ও সাহিত্য সংঘ (এলস) আয়োজিত ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট এন্ড হায়ার স্ট্যাডি এব্রোড বিষয়ক সেমিনারে প্রধান অতিথীর বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মোহাম্মদ রিয়াজ মাহমুদ এবং কোষাধক্ষ্য মোহাম্মদ মুহিব উল্লাহ।
সেমিনারের সভাপতিত্ব করেন এলস ফিমেল সেকসানের সভাপতি ও ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যপক সালমা হক।সঞ্চালনায় ছিলেন ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র সাকিব উল আলম।
বহুমূখী সেবাদানকারী প্রতিষ্ঠান টিডি কর্পোরেশনের আর্থিক সহায়তায় আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী, ইকবাল এ রসুল এবং মোঃ মাহফুজুর রহমান।-বিজ্ঞপ্তি