পিরোজপুরের কাউখালীতে প্রচন্ড ঠান্ডায় মারা গেছে জড়িনা বেগম(৯২) নামের এক বৃদ্ধা। তার পরিবার সূত্রে জানাগেছে কাউখালী উপজেলার সোনাকুর গ্রামের মৃত কাশেম আলী হাওলাদারের স্ত্রী জড়িনা গত তিন দিন আগে শুরু হওয়া প্রচন্ড শীতে অসুস্থ হয়ে পড়েন। বুধবার বিকেলে তার অবস্থার আরোও অবনতি ঘটে। সন্ধ্যার পর তিনি মারা যান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রশিদ আল মুনান/পিরোজপুর