রিয়াদ থেকে ::
এ বছরের হজের সময় মৃতের সংখ্যা সহস্রাধিক বলে বৃহস্পতিবার এএফপি পরিবেশিত এক তথ্যে বলা হয়েছে। তাদের অর্ধেকেরও বেশি অনিবন্ধিত। ওইদিনে রিপোর্ট করা নতুন মৃত্যুর মধ্যে মিশর থেকে আসা ৫৮ জন অন্তর্ভুক্ত রয়েছে বলে বলা হয়েছে। তবে একজন আরব কূটনীতিকের মতে, মোট নিহত ৬৫৮ জনের মধ্যে ৬৩০জন অনিবন্ধিত ছিল। এএপি’র খবরে হজে এবার প্রায় ১০টি দেশের ১ এক হাজার ৮১ জন মারা যাওয়ার কথা বলা হয়েছে।
সরকারি বিবৃতি বা বিভিন্ন দেশের প্রতিক্রিয়া নিয়ে কাজ করা কূটনীতিকদের উদ্ধৃতি দিয়ে এএফপি এসব পরিসংখ্যান জানায়।
এ বছর সৌদি আরবে প্রচন্ড গরম পড়ে। জাতীয় আবহাওয়া কেন্দ্র এই সপ্তাহের শুরুতে মক্কার গ্র্যান্ড মসজিদে সর্বোচ্চ তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস রিপোর্ট করেছে।