বাংলাদেশে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ সংশোধন বিল সংসদে পাস হওয়ার পর সরকার বলছে, অর্পিত সম্পত্তি প্রকৃত মালিকদের বুঝিয়ে ফেরত দেওয়াই এর উদ্দেশ্য৻
এই সংশোধন বিলটি সংসদে পাস হয় সোমবার৻ এরপর আজ মঙ্গলবার ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বিবিসিকে বলেন – অর্পিত সম্পত্তি আইনের ফলে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের রক্ষা করতেই নতুন এই বিলটি পাস করা হয়েছে৻
দায়িত্বপ্রাপ্ত কমিটি যাচাই বাছাই করে সম্পত্তির আসল মালিকদের, তিনি হিন্দু হোন বা মুসলিম, তাদের সেটি ফেরত দেওয়ার কাজটি করবে বলেও মন্ত্রী জানান৻
তবে ১৯৭১-র পর যে সব সম্পত্তি অর্পিত বলে ঘোষণা করা হয়েছে, সেগুলি এর আওতায় কেন আসছে না, জানতে চাইলে মন্ত্রী সরাসরি তার কোনও জবাব দেননি৻ খবর : বিবিসি
তিনি শুধু বলেন, এখন সংসদে বিলটি পাস হওয়ার পর এ বিষয়ে গেজেট বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হবে – তখনই এ নিয়ে যাবতীয় বিভ্রান্তি দূর হয়ে যাবে৻
মন্ত্রী আরও বলেন, ‘এই আইনটি পাসের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহান উদ্যোগ নিয়েছেন তাকে কালিমালিপ্ত করার জন্য কোনও কোনও মহল থেকে অপপ্রচার চালানো হচ্ছে৻‘
১৯৬৫ থেকে ৬৯ সাল পযন্ত তৎকালীন পুর্ব পাকিস্তানের যেসব হিন্দু নাগরিক ভারতে চলে গিয়েছিলেন তাদের যেসব সম্পত্তিকে শত্রু সম্পত্তি ঘোষণা করে সরকার অধিগ্রহণ করেছিল – সরকার বলছে নতুন এই বিলটি সেই সম্পত্তি ফেরত দেওয়ার পথকেই প্রশস্ত করবে৻
তবে এই বিলের নানা দিক নিয়ে আপত্তি তুলে বাংলাদেশে অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ কমিটি নামে একটি নাগরিক সংগঠন বলছে , এতে ক্ষতিগ্রস্তদের সকল প্রত্যাশা পুরণ হযনি কারণ ১৯৭১ এর পর অর্পিত বলে ঘোষিত হওয়া সম্পত্তি এর আওতায় পড়েনি৻
এদিকে বাংলাদেশের সংসদে পাশ হওয়া অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন নিয়ে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে ভারতে চলে আসা উদ্বাস্তুদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৻
ওই আইন আদৌ কতটা বাস্তবায়ন করা যাবে, তা নিয়ে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি উদ্বাস্তু সংগঠন আশঙ্কা প্রকাশ করেছে৻
তাঁরা বলছেন যে রাজনৈতিক নেতাদের মদতেই সে দেশে সংখ্যলঘুদের সম্পত্তি দখল হয়েছে – তাই সেই সম্পত্তি ফেরত পাওয়া বেশ কঠিন হবে৻
তবে কয়েকজন উদ্বাস্তু নেতা আবার এ কথাও বলছেন যে অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইনের ফলে বাংলাদেশের শাসনব্যবস্থার প্রতি সেদেশে বসবাসকারী সংখ্যালঘুদের আস্থা আরও জোরদার হবে৻
তবে আইনটি নিয়ে উদ্বাস্তুদের মধ্যে বেশ বিভ্রান্তিও তৈরী হয়েছে – কারণ ঠিক কোন কোন কোন সম্পত্তি এর আওতায় পড়বে, যারা ভারতের নাগরিকত্ব নিয়ে নিয়েছেন তারাও দাবি জানাতে পারবেন কি না, এই বিষয়গুলো তাদের কাছে এখনও স্পষ্ট নয়৻
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ইউএন নিউজ