ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::
ইয়াং এক্টিভিস্ট সামিট লরিয়েট এবং ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান বলেছেন, “প্রকৃতি সংরক্ষণ ও শান্তি প্রতিষ্ঠা একে অপরের পরিপূরক। আজ পৃথিবী ত্রিমুখী সংকটের মুখোমুখি—জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের ক্ষতি। এই সংকট শুধু পরিবেশের জন্য নয়, মানুষের জন্যও বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।” তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তন আর শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি একটি মানবিক ইস্যু, যা বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবিলায় তরুণদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
সোমবার (২৫ নভেম্বর) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে গুড নেইবারস বাংলাদেশ’র উদ্যোগে অনুষ্ঠিত “প্রকৃতি ও শান্তির জন্য যুব উদ্যোগ” সম্মেলনে প্যানেল আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। প্রাণ, প্রকৃতি এবং প্রতিবেশের সুরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় যুব নেতৃত্বের গুরুত্ব তুলে ধরতে ১৩টি জেলার তৃণমূলের ১৭টি প্রকৃতি ও শান্তি ক্লাবের প্রায় ২০০ সদস্য সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনে গৃহীত সাতটি প্রস্তাব পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে উত্থাপিত হয়েছে। সম্মেলনের মূল লক্ষ্য ছিল যুবদের পরিবেশ রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় আরও কার্যকরী ভূমিকা গ্রহণে উদ্বুদ্ধ করা। গৃহীত প্রস্তাবগুলো তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সামাজিক ঐক্য এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় অঙ্গীকারের পরিচয় দেয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন বিভাগের পরিচালক (পরিকল্পনা) এবং যুগ্ম সচিব প্রিয়সিন্ধু তালুকদার। তিনি বলেন, “আজকের যুবরা প্রকৃতি রক্ষা এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় আমাদের সবচেয়ে শক্তিশালী শক্তি। যুব সমাজের মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে, তা আগামী দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
গুড নেইবারস বাংলাদেশের বক্তব্য সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম. মাইনুদ্দিন মাইনুল বলেন, “এই যুব সমাজের হাতেই রয়েছে ভবিষ্যৎ পরিবেশ ও শান্তির নেতৃত্ব।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘ ভলান্টিয়ার (ইউএনভি)-এর কান্ট্রি কো-অর্ডিনেটর সোনিয়া মেহজাবীন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ক্লাইমেট চেইঞ্জ এন্ড রেজিলিয়েন্স প্রোগ্রাম ম্যানেজার লিপি শেথ, ব্র‍্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচি প্রধান আবু সাদাত মনিরুজ্জামান খান, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের শিশু সুরক্ষা ও শিশু অধিকার পরিচালনা সেক্টরের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, এবং বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন। প্যানেল আলোচক হিসেবে ছিলেন মেক আ টিমের প্রধান নির্বাহী আমির হামজা জিহাদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একোয়াকালচার বিভাগের ফিশারিজ চেয়ারম্যান মীর মোহাম্মদ আলী, এবং সোয়াব ফাউন্ডেশনের নির্বাহী প্রধান মোহাম্মদ আফতাবুজ্জামান।
সম্মেলনটি শেষ হয় যুবদের পরিবেশ রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে, যা বাংলাদেশের পরিবেশ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here