স্টাফ রিপোর্টার :: দীপ ভৌমিক। পেশায় চিকিৎসক হলেও সাম্প্রতিক সময়ে ব্যস্ত সময় পার করছেন গানে। নিজের একক গান-ভিডিও ছাড়াও প্লেব্যাকে কণ্ঠ দিচ্ছেন নিয়মিত।

সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে ইউটিউবে উন্মুক্ত হয়েছে তার নতুন গানচিত্র ‘মনের সীমানা’।

সিএমভির ব্যানারে প্রকাশিত এই ভিডিওতে মডেলও হয়েছে দীপ নিজেই। তার বিপরীতে আছেন মডেল বৃষ্টি ইসলাম। এটি নির্মাণ করেছেন স্বরাজ দেব।

কামরুল ইসলামের কথায় ‘মনের সীমানা’ গানটির সুর করেছেন মোহাম্মদ মিলন আর সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।

গানটি প্রসঙ্গে দীপ ভৌমিক বলেন, ‘বেশ রোমান্টিক একটা গান। ভিডিওটিতে একটা হৃদয়ছোঁয়া গল্প আছে। আশা করছি শ্রোতা-দর্শকরা মুগ্ধ হবেন।’

https://youtu.be/6mQSSo6CZOY

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here