ইতি চিত্রার অফিসিয়াল ফেইসবুক পেজে মুক্তি পেয়েছে ইতি  চিত্রার পোস্টার। আগামী ২০ অক্টোবর চলচ্চিত্রটির মুক্তির দিন ধার্য করেছে চলচ্চিত্রের পরিচালক প্রযোজকরা। রোমান্টিক ঘরানার চলচ্চিত্র, ইতিচিত্রার পোস্টারটি সেই রকমই একটি রোমান্টিক আবহ ফুটিয়ে তুলছে। ছবিটিতে রাকিব হোসেন ইভোন ও জান্নাতুল রিতু নামে দুজন নতুন মুখ এক সাথে জুটিবদ্ধ হয়েছে।

নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন “গল্পের প্র‍য়োজনেই দুজন নতুন মুখ কে নির্বাচন করা হয়েছে,আশা করছি ছবিটি ও নতুন জুটি প্রেক্ষাগৃহে দর্শকদের একটি রোমান্টিক বিনোদন দিতে সক্ষম হবে।সামনে টিজার এবং টেইলর মুক্তি পাবে তখন দর্শক আমাদের কাজের ব্যাপারে একটা ভালো ধারণা করতে পারবে”।

ছবিটিতে আরো অভিনয় করেছে নরেশ ভূইয়া,ফরহাদ লিমন,শেখ স্বপ্না,মনিরুজ্জামান মনি,লোবা আহমেদ সোহানা শারমিন,বিটিশ বাবু,কামাল খান, তামিম ইকাবাল প্রমুখ।সিনেমাটি প্রযোজনা করেছে উইনার ফিল্মস ও সঙ্গি প্রোডাকশনস,পরিবেশনা করছে অভি কথা চিত্র আর ছবিটির ডিজিটাল পার্টনার টাইগার মিডিয়া।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here