রমনার বটমূলে শুরু হয়েছে তিন দিনব্যাপী পৌষমেলা। শুক্রবার সকাল সোয়া ৮টায় পৌষমেলা উদযাপন পরিষদের আয়োজনে এ মেলা শুরু হয়। মেলা উদ্বোধন করেন বিশিষ্ট লোক গবেষক ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  পৌষমেলা উদযাপন পরিষদের সভাপতি গোলাম কুদ্দুস, সহসভাপতি ঝুনা চৌধুরীসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা। উদ্বোধনী বক্তব্যে শামসুজ্জামান খান বলেন, বাংলাদেশের সভ্যতা কৃষিভিত্তিক সভ্যতা। পৌষমেলা মূলত শীতের পিঠা পুলির উৎসব। মানুষে মানুষে সম্পর্কের বাঁধন দৃঢ় করে তুলতে এ উৎসব বিশেষ ভূমিকা রাখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here