মারুফ  সরকার, স্টাফ রিপোর্টার, ঢাকা :: 

ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে শুরু হয়েছে দিনক্ষণ গণনা। তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন প্রতীক পাওয়া প্রার্থীরা। নিজের অবস্থান জানান দিতে রাজধানী জুড়ে ব্যানার-পোস্টার লাগিয়েছেন। তবে এবারের নির্বাচনে বিএনপিসহ বেশ কয়েকটি দল না থাকায়, প্রচারণার মাঠে নৌকা ছাড়া অন্য কোনো দলের কার্যক্রম তেমন দেখা যায়নি।

এবারের নির্বাচনে সব মিলিয়ে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৭টি দল অংশ নিয়েছে। ৩০০ আসনে শেষপর্যন্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৯৬ জন। রাজধানী ঢাকার-৪ থেকে ১৮ পর্যন্ত মোট ১৫টি আসনে রাজনৈতিক দলের জন্য ৪৪টি এবং স্বতন্ত্র প্রার্থীর জন্য ২৫টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মহানগরের এই ১৫ আসনের প্রার্থীরা আগে থেকে প্রচার-প্রচারণা শুরু করলেও, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। ফলে এখন রাস্তাঘাট, অলিগলিতে ছেয়ে গেছে তাদের পোস্টার। এরমধ্যে মঙ্গলবার ঢাকা-৬ আসনের প্রার্থী সাঈদ খোকন বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে পুরান ঢাকাসহ তার নির্বাচনী এলাকায় লিফলেট বিতরণ ও শোভাযাত্রা করেন।

ঢাকা মহানগরের এ আসনগুলোতে নৌকার সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো বিরোধীদল না থাকলেও, নির্বাচনী আমেজে জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।

বুধবার রাজধানীর ৬,৮, ১৪, ১৫,১৬ ও ১৭  সংসদীয় আসন ঘুরে দেখা যায়, এসব এলাকার অলিগলিতে নৌকা প্রার্থীদের পোস্টার ও ব্যানার ঝুলছে। সড়কের বিশেষ পয়েন্টে দেখা যাচ্ছে বড় বড় ব্যানার। থানা আওয়ামী লীগ, ছাত্রলীগ, ওয়ার্ড কাউন্সিলদের পক্ষ থেকে এসব পোস্টার লাগিয়ে প্রচারণা চালানো হচ্ছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here