পেরুর লিমা অঞ্চলে একটি মাদকাসক্ত পুনর্বাসন ও নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৬ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তবে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।  নিহত প্রত্যেকেই পুরুষ। বেশির ভাগ মানুষই আগুনে সৃষ্ট ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। খবর : অনলাইন বিবিসি।

বাইবেল থেকে ধর্মীয় শিক্ষার মাধ্যমে ক্রাইস্ট ইজ লাভ সেন্টার নামক ওই নিরাময় কেন্দ্রে মাদকাসক্তদের চিকিৎসা করা হতো। অগ্নিনির্বাপণ কর্মীরা বলেছেন, দরজাগুলো বন্ধ ছিল। এর ফলে রোগীরা ঘর থেকে বের হতে পারেননি। আগুনের শিখা জানালার মধ্য দিয়ে ঘরে ঢুকলে প্রাণ বাঁচাতে কেউ কেউ জানালা দিয়েই নিচে লাফিয়ে পড়েন। এতে হতাহতের বেশ কিছু ঘটনা ঘটে। স্বাস্থ্যমন্ত্রী অ্যালবার্টো তেজাডা বলেছেন, পুনর্বাসন কেন্দ্রটির কোন লাইসেন্স ছিল না। এর আগে দু’বার এটি বন্ধের নির্দেশও দেয়া হয়েছিল। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কেন্দ্রটিতে মাদকাসক্ত রোগীদের ঘরে আটকে রেখে চিকিৎসকরা চলে যেতেন। তাদের কোন পর্যবেক্ষণের আওতায় রাখা হতো না বলেও অভিযোগ আনেন তিনি। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছিল সে ব্যাপারে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল লোজাডা বলেছেন, পুলিশ ওই পুনর্বাসন কেন্দ্রের মালিককে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here