পৃথিবীর আজ বড়ই অসুখ

পৃথিবীর আজ বড়ই অসুখ
-জুনাইদ আল হাবিব

নিস্তব্ধ আজ পৃথিবীর সমস্ত গলিপথ, থমথমে পৃথিবীর সমস্ত অলিপথ। ক্ষত পৃথিবীর সমস্ত দেহে, অসুস্থ পৃথিবী আজ বড়ই সংকটে, মানুষের জট নেই পাতালের তটে।

করোনা গিলেছে পৃথিবীর সুখ, পৃথিবীর আজ বড়ই অসুখ। প্রকৃতিও নিচ্ছে তার কষ্টের প্রতিশোধ, প্রকৃতির কষ্টে জাগেনি যখন বিশ্বনেতাদের একটু মনে শোক।

দ্যাখো, মাস্ক পরে আজ কত লোক বাইরে হাঁটছে, তবুও তার হাঁড় ধুঁকে ধুঁকে কাঁপছে। দ্যাখো, পৃথিবীর বড় শক্তিশালীরাও আজ অসহায়, ব্যার্থ তাদের যত মানুষ মারা অস্ত্র।

কেঁদেছে সিরিয়ায় শিশু, ফিলিস্তিন, কাশ্মীরের গল্পটা নয়তো কারো অজানা, এখনতো কোথাও যুদ্ধের বাজনা, জোরে শোরে বাজে না। পৃথিবীর আজ বড়ই অসুখ, বিপন্ন মানবতা, কোথাও নেই আজ একটুও সুখ।

চেয়ে দ্যাখো, লাশের সারিতে থমকে গেছে চীনারা, পৃথিবীর সবচে শক্তিধর আমেরিকা। চোখে জল এনে, ব্যর্থ বলে ঘোষণা দিয়েছে, ইতালী, সমস্বরে আজানের সুর তোলেছে স্পেন।

চেয়ে দ্যাখো একটু, সুক্ষ্ম এ জীবাণুর কাছে পৃথিবী কত অসহায়, প্রিয়জন ছুঁতে পারে না তার প্রেয়সীকে, সন্তানের ঠাঁই মিলছেনা বাবার কোলে, এ সবইতো হয়েছে আমাদের বেপরোয়া কত শত ভুলে।

পৃথিবীর আজ বড়ই অসুখ, কোথাও কারো মাঝে নেই একটু সুখ। দ্যাখো চেয়ে, আজ মসজিদে কেবলই আজানের ধ্বনি ওঠে, তাকিদ দেয়, নামাজ পড় বাড়িতে, এ ছাড়া উপায় নেই করোনাকে ছাড়িতে৷

চোখে জল ফেলে একটু পারবে কি কাঁদতে? খোদার দরবারে মোনাজাতে বলতে, আমি অপরাধী, মাফ কর প্রভু, তোমার দয়া না হলে, বাঁচবো না মোরা কভু।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here