বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী আট জনের কাছে যে সম্পদ আছে, তা গোটা পৃথিবীর অর্ধেক জনসংখ্যার কাছে থাকা সম্পত্তির সমান। এই আট ব্যক্তি হলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ফ্যাশন হাউজ ইনডিটেক্সের প্রতিষ্ঠাতা আমানসিও ওর্টেগা, ওয়ারেন বাফেট, বিজনেস ম্যাগনেট কার্লোস স্লিম হেলু, অ্যামাজন প্রধান জেফ বেজোস, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, ওরাকলসের ল্যারি এলিসন এবং নিউ ইয়র্কের প্রাক্তন মেয়র ব্লুমবার্গ।

অক্সফ্যাম ইন্টারন্যাশনাল সাম্প্রতিক সমীক্ষায় এ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির প্রধান নির্বাহী উইনি বিয়ানিমা বলেন, যেখানে বিশ্বের প্রতি ১০ জনের মধ্যে ১ জনের সারাদিন কাটে মাত্র ২ ডলারে, সেখানে গুটিকয় কয়েকজনের হাতে এত সম্পদ থাকা অশোভন। এই পার্থক্যই কোটি কোটি মানুষকে দারিদ্র্যের মুখে ঠেলে দিচ্ছে। গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাষ্ট্রনায়করা এখনও কোনও ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে সামাজিক ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটতে পারে বলে সতর্ক করেছে অক্সফ্যাম।

ওই রিপোর্ট অনুযায়ী, ভারতের ৫৮ ভাগ সম্পদ আছে মাত্র এক ভাগ মানুষের কাছে। শতকরা হিসেবে যা গোটা দুনিয়ার সম্পত্তির পার্থক্যের চেয়েও বেশি। ভারতে ৫৭ জন বিলিওনেয়ারের কাছে মোট ২১৬ বিলিয়ন ডলার আছে, যা দেশের জনসংখ্যার ৭০ ভাগ মানুষের কাছে থাকা সম্পত্তির সমান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here