গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::

হিলি স্থলবন্দর ও ভারত সীমান্তবর্তী দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ তাদের নিয়োমিত টহল ও স্বাভাবিক কার্যক্রম শুরু করায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে।

আজ মঙ্গলবার দুপুর ১২ টায় হাকিমপুর থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের ১০-১২ জনের একটি টিম হিলি স্থলবন্দর ও সীমান্তবর্তী এলাকাসহ বাংলাহিলি বাজার,চারমাথা মোড়,সিপি রোড,রাজধানী মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা টহল দিচ্ছেন।

এসময় পুলিশ কর্মকর্তারা সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং কোন বিষয় নিয়ে আতংকিত না হওয়ার জন্য আহ্বান জানান। এছাড়াও কোথাও কোন প্রকার আইন শৃঙ্খলার অবনতি হলে থানা পুলিশকে খবর দেয়ার জন পরামর্শ দেন এবং এলাকার সকলকে শান্ত থেকে থানা পুলিশকে সহযোগীতা করার আহ্বান জানান।

গেল ৯ দিন পর থানা পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু করায় স্থানীয়রা পুলিশকে সাধুবাদ জানিয়েছে। সেই সাথে পুলিশের টহল বের হওয়ায় স্বস্তি ফিরে এসেছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here