পুলিশ ব্যারিকেডে নীলফামারীতে মিছিল করতে পারেনি বিএনপি। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন গুপ্ত হত্যাসহ সরকারের নিপিড়নের বিরুদ্ধে দুপুর একটায় মিছিল বের করার চেষ্টা করলে পার্টি অফিসেই অবরুদ্ধ করে রাখে পুলিশ।
সকাল থেকেই বিএনপি অফিস ও তার আশপাশ এলাকায় অবস’ান ছিল পুলিশের। রবিবার ঢাকায় সংগঠিত ঘটনার সুত্র ধরে নীলফামারীতে যাতে আইনশৃঙ্খলার অবনিত না ঘটে সেজন্য পুলিশ নজরদারীতে রয়েছে বলে জানান নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড এম আসাদুজ্জামান।
তারপরও বিক্ষিপ্ত ভাবে বিএনপি নেতা মাহবুব উর রহমানের নেতৃত্বে শহরে মিছিল করে। পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভায় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মীর সেলিম ফারুক, জেলা ছাত্রদলের আহবায়ক মোর্শেদ আযম, স্বেচ্ছাসেবকদলের জেলা আহবায়ক প্রবীর গুহ রিন্টু বক্তব্য রাখেন। বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, তাদের পায়ের তলে মাটি নেই জেনে, বিরোধী দলের আন্দোলনকে স-ব্ধ করতে পুলিশ ব্যবহার করছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নুর আলম/নীলফামারী