ডেস্ক রিপোর্ট:: পুলিশ কর্মকর্তার রোষানল থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন ছামাদ খান নামে এক ব্যবসায়ী। অভিযুক্ত রাকিব ফরিদপুর ডিবি পুলিশের কর্মকর্তা। ভুক্তভোগী ছামাদ, জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

শুক্রবার (৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

ছামাদ খান ফরিদপুরের মধুখালী থানার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তার রেন্ট এ কার ও ওষুধ ব্যবসা রয়েছে। অভিযুক্ত রাকিব ২০১৭ সালে মধুখালী থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। তখন একটি পারিবারিক মামলায় তিনি তদন্ত করে তার কাছে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। চাহিদামতো টাকা দিতে না পারায় তখন তাকে হুমকি দেন পুলিশ কর্মকর্তা রাকিব।

ব্যবসায়ী ছামাদ অভিযোগ করে বলেন, গত ১৯ জুলাই আমার একটি মাইক্রোবাসের ড্রাইভার আমাকে না জানিয়ে চারজন যাত্রী নিয়ে মধুখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে জেলার রাজবাড়ী রাস্তার মোড় পৌঁছালে আমার গাড়িটা দাঁড় করানো হয়। তখন ড্রাইভারকে একটি মোটরসাইকেল করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় এবং গাড়িটিও ডিবি অফিসে নেওয়া হয়। পরদিন (২০ জুলাই) পুলিশ কর্মকর্তা রাকিব সাত লাখ টাকা ঘুষ দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, ঘুষের টাকা দিতে অস্বীকার করলে গাড়ির বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। সে রাতে ওসি রাকিব আমাকে ফোন দিয়ে গালিগালাজ ও হুমকি দেন। এরপর থেকেই আমি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচার চাইছি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here