নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও বিরোধী দলীয় নেতা কর্মীদের মুক্তি এবং সারা দেশে হামলা ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পুলিশী বাধার মুখে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
সোমবার দুপুরে দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামছুল আলম তোফার নেতৃত্বে মিছিল শুরু হয়ে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করতে চাইলে পুলিশ তাদের সমাবেশ করতে দেয়নি। এ সময় পুলিশের সাথে নেতা কর্মীদের ধস্তা ধস্তি হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার সিফাত/টাঙ্গাইল