ডেস্ক রিপোর্ট::  নারায়ণগঞ্জের আড়াইজাহারে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেল থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ (বৃহস্পতিবার) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান খান জানিয়েছেন, নারায়ণগঞ্জের আড়াইজাহারে নাশকতা, সহিংসতা ও ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ১০ জনকে রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

তবে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিচয় জানানো হয়নি।

গত ৩১ অক্টোবর নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত হয়েছিল ওই পুলিশ সদস্যরা। পুলিশ সুপার আমির খসরু ওইদিন ঢাকা পোস্টকে বলেন, বিএনপি নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশের ওপরও হামলা চালায়। এ সময় দুই পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে। এ ছাড়া আরও পুলিশ সদস্যকে পিটিয়ে জখম করা হয়।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here