রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাংড়া পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পার্শ্বে রাজশাহী-ঢাকা মহাসড়কের উপর বানেশ্বর থেকে রাজশাহী গামী একটি ট্রাকের সংঙ্গে রাজশাহী থেকে নাটোর গামী একটি মটোরসাইকেলের মুখো-মুখি সংঘর্ষ হয়। এতে মটোরসাইকেলের দুই জন আরহী ঘটনা স্থলে মারা যায়। নাটোর বঙ্গজল এলাকার ইউসুফ খাঁনের ছেলে লিপটন (২৫) ও একই এরাকার মাহাতাব উদ্দিনের ছেলে রানা (২৮) ঘটনা স্থলে মারা যায়।

জানা যায়, বৃহসপ্রতিবার দুপুর সাড়ে ১২ মিনিটের সময় নাটোরের বঙ্গজল এলাকার লিপটন (২৫) ও তাঁর বন্ধু রানা (২৮) রাজশাহীতে প্রয়োজনীয় কাজ শেষ করে এপ্যাসি নামের একটি মটোর সাইকেল নিয়ে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে পুঠিয়ার ভাংড়া নামক স্থানে পৌছালে বানেশ্বর থেকে রাজশাহী গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৪৭০৪) এর সঙ্গে মুখো-মূখি সংঘর্ষ হয়।এতে মটোরসাইকেল আরহী নাটোর বঙ্গজল এলাকার ইউসুফ খাঁনের ছেলে লিপটন (২৫) ও একই এরাকার মাহাতাব উদ্দিনের ছেলে রানা (২৮) ঘটনা স্থলে মারা যায়। এ ঘটনার পর স্থানীয় লোক জন ঘাতক ট্রাকটিকে আটোক করেন। পরে বানেশ্বরে অবস্থিত পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন আমানুল্লাহ্‌ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়ে ট্রাক ও দুমড়ে মচড়ে যাওয় মটোরসাইকেলসহ লাশ দুটিকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। এ রির্পোট লিখা কালে মামলার প্রস্তুতি চলছিল।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ মেহেদী হাসান/রাজশাহী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here