পুঠিয়ার ঐতিহ্যবাহী রাজপরগনা ভূমিদস্যুদের হাত থেকে রক্ষার দাবীতে ঢাকা-রাজশাহী মহাসড়কে প্রায় ঘন্টা ব্যাপি মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার কেন্দ্রীয় মসজিদের সামনে এলাকার সমাজ সেবক মইদুল ইসলামের নেতৃত্বে ঢাকা-রাজশাহী মহাসড়কের দু’পাশে হাজার হাজার জনতা ভূমিদস্যুদের হাত থেকে রাজবাড়ীসহ বিভিন্ন প্রত্নতত্বাত্তিক সম্পদ রক্ষার দাবীতে প্রায় ঘন্টা ব্যাপি মানব বন্ধনে অংশ গ্রহন করেন। মানব বন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক এমপি বিএনপি নেতা আঃ সাত্তার মন্ডল, সাবেক এমপি জাতীয় পাটি নেতা আবুল হোসেন, অ্যাডঃ আতাউর রহমান লালা, অ্যাডঃ সুসান্ত ঘোষ, সাবেক রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতি জিএম হিরা বাচ্চু, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মকুল, পুঠিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিনা বেগম সরি, আঃ সমাদ, গোলাম ফারুক, রাজশাহী জেলা শহর রক্ষা পরিষদের সাধারন সম্পাদক জামাত খান প্রমূখ। এছাড়া উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, সাংবাদিক হাসান মিল্লাত, আরিফ সাদাত,আফজাল হোসেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম তারেক পুঠিয়া লস্করপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল প্রমূখ। পরে ভূমিদস্যু কথিত রাজা দাবীকারী খলিলুর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়। মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশের উপস্থাপনা ও পরিচালনা করেন সাংবাদিক হাবিবুর রহমান সৌরভ। উল্লেখ্য পুঠিয়া রাজবাড়ীসহ রাজপরগনার প্রায় শত একর জমি আন্তঃজেলা ভূমিদস্যু খলিলুর রহমান গং ভূয়া দলিলের মাধ্যমে জবর দখলের প্রয়াস চালাচ্ছেন।
এ ব্যপারে গত ৫ জানুয়ারি বৃহষ্পতিবার হাইকোর্টে শুনানী হয় এবং আগামী ৯ জানুয়ারি সোমবার রায় ঘোষনা করা হতে পারে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মেহেদী হাসান/রাজশাহী