রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর বর্ডার গার্ড চেক পোষ্টের পশ্চিম পার্শ্বে বিসমিল্লাহ্ ডাউলমিলস্ মালিক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ এনামুল হকের বাড়িতে শুক্রবার গভীর রাত্রে অস্ত্রের মুখে হাত-পা বেধে এক দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে বলে ব্যবসায়ীর আত্মীয় স্বজনরা দাবি করেছেন। এতে ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ্য টাকা, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়েগেছে। থানা পুলিশ তদন্ত শেষে সাজানো নাটক বলে দাবি করেছেন।
জানাযায়, রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে অবস্থিত বিসমিল্লাহ্ ডাউলমিলস্, ফ্লাওয়ার মিল ও এলসির ব্যবসাসহ বিভিন্ন স্থানে বিভিন্ন ধরণের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ এনামুল হকের বাড়িতে শুক্রবার গভির রাতে ১৫/২০ জনের একটি ডাকাত দল পিস্তল সহ বিভিন্ন ধরণের ধারালো অস্ত্র নিয়ে এ ডাকাতির ঘটনা ঘটায়। ডাকাতেরা প্রথমে বাড়ির পূর্ব পার্শ্বের প্রাচির ভেদ করে বাড়ির ভিতরে প্রবেশ করে গেট খুলে সকলে প্রবেশ করে এবং বাড়ির বিভিন্ন দরজার তালা কেটে বাড়ির বিভিন্ন স্থানে অবস্থিত বিদ্যুতের সুইচ অনকরে এবং বাড়ির মালিক আলহাজ্ব মোঃ এনামুল হক তার স্ত্রী, দুই মেয়ে, কাজের মেয়ে ও এক আত্মীয় হাত-পা বেধে অস্ত্র উচিয়ে আটটি কক্ষের মালামাল এলোমেলো করে ডাকাতির ঘটনা ঘটায়। আলহাজ্ব এনামুল হক মন্ডলের মানষিক অবস্থা ভাল না থাকায় তার ভাতিজা মমিনুল হক মন্ডল জানায়, আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে এই প্রথম ডাকাতের ঘটনা ঘটেছে। এই ডাকাতির ঘটনায় ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ্য টাকা ২টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। তবে কাউকে চিনতে না পারায় ও বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান থাকায় নিরাপদে ব্যবসা করার লক্ষ্যে আমরা করাও বিরুদ্ধে মামলা বা জিডি করবো না।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনর্চাজ(ওসি) শেখ আতিয়ার রহমান জানান, যখন কোন যায়গায় কোন ঘটনা ঘটে তখন আমাদের দ্বায়িত্ব সেই যায়গায় উপস্থিত হয়ে তদন্ত ও বিভিন্ন ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করে সঠিক তথ্য উদঘাটন করা। কিন্তু আমরা এ ঘটনা শোনার পরে তার বাড়িতে গিয়ে বিভিন্ন কক্ষে পরিদশন ও বাড়িতে থাকা ব্যাক্তিদেরকে বিভিন্ন ধরণের কথা-বার্তা জিজ্ঞাসাবাদ করলে ঐ বাড়ির মালিক আলহাজ্ব এনামুল হক পুলিশ সদস্যদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন এবং পুলিশদেরকে তথ্য প্রদান না করে চলে যেতে বলেন। আমরা তার বাড়ির বিভিন্ন স্থান ও কক্ষ পরিদর্শন করে এবং তাদের এলোমেলো কথা-বার্তা থেকে এটুকুই বলতে পারি যে এখানে কোন ডাকাতির ঘটনা ঘটেনি। তারা কোন অসৎ উদ্দেশ্যে বা কোন ঘটনা উল্টে দেওয়ার উদ্দেশ্যে এধরণের নাটকীয় ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। ওপর দিকে এঘটনার সংবাদ সংগ্রেহের জন্য বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা তার বাড়িতে গেলে বাড়ির মালিক আলহাজ্ব এনামুল হক অসৌজন্য মুলোক আচারন করেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মেহেদী হাসান/রাজশাহী