
পুজা চক্রবর্তী :: তোমার চোখে খুঁজে পেয়েছি প্রেমের ভাষা
তাই তো তোমায় নিয়ে আমার এত সপ্ন এত আসা
স্কুল লাইফের শেষের দিকে তুমি ই ছিলে আমার একমাত্র ভরসা
আর আজ সেই তুমিই কি আমার ভালোবাসা?
না না না এ হতে পারেনা,,নিজেকে বুঝিয়েছি বহু বার কিন্তু মন?
সে তো সপ্নের ডানা মেলে ছুয়ে আছে ওই গগন
মন আমায় প্রশ্ন করে, বন্ধু! একজন বন্ধুর জন্য কি কেউ এত অপেক্ষা করে?
বন্ধু বিনা কারণে ব্লক করলে কি এত কস্ট হয়?
বন্ধু কে অনলাইনে দেখে ,এসএমএস লিখে বসে বসে বন্ধু এসএমএস এর অপেক্ষা কেউ করে?
হাজার ব্যাস্ত তার মাঝেও তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে পাগলের মত খুঁজে?
বন্ধুর ভালোবাসা অন্য কেউ জেনেও তার জন্য অপেক্ষা করা যায়?
একজন বন্ধুর প্রতি এত অভিমান করা যায়?
আমার উত্তর ,,,তুমি চুপ করো আমি কিছু জানি না
মন বলে উত্তর ত না হয় তাকেই লিখতে বলো
না আমি তাকে কিছু বলতে চাই না,,,তাকে হারানোর বড্ড ভয়,,,,
আমি শুধু তার মনের সাহস, শক্তি হতে চাই,তার মনের দুর্বলতা নয়।
অনেক হয়েছে মন এবার তুমি চুপ করো এখন
মন বলে আমার কি দোষ? আমি শুধু উত্তর জানতে চাই
আবার তুমি পাগলামি শুরু করলে,,,
তুমি কি ওর কাছে আমার একটুও মানসন্মান রাখবে না?
মন বলে সেও তো তোমায় ভালোবেসে বলেই জানি
তবে কিসের আরো দ্বিধা?
আমার টো শুধু উত্তরের অপেক্ষা
তুমি উত্তর পাবে না মন,,,,আগের বারও তুমি এইভাবেই শেষ করেছো আমার জীবন!
আবার অন্তত্ত থামো।