পুঁজিবাজারে অব্যাহত দরপতন এবং বিনিয়োগকারীদের বিক্ষোভের প্রেক্ষাপটে বুধবার জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ম. খায়রুল হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বুধবার সন্ধ্যায় অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর, ব্যাংকিং বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক, ব্যাংকার্স ও ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন।
প্রসঙ্গত, পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে দীর্ঘ দিন ধরে বিক্ষোভ করে আসছেন বিনিয়োগকারীরা। তারা পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ দাবি করে আসছিলেন।
এদিকে ঈদের ছুটির পর টানা তিন দিন পুঁজিবাজারে ব্যাপক দরপতন অব্যাহত রয়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ২২৮ পয়েন্ট কমে হয় ৪ হাজার ৬৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
গত ১২ দিনে ডিএসই’র সাধারণ সূচক প্রায় ১ হাজার পয়েন্ট কমে দুই বছর আগের অবস্থায় চলে যায়। পুঁজিবাজারে বড় ধরনের এই দরপতনের পেছনে কারসাজি থাকতে পারে বলে অভিযোগ তুলেছেন বাজার সংশ্লিষ্টরা।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা