অপ্রদর্শিত অর্থ (কালো টাকা) পুঁজিবাজারে বিনিয়োগ করা হলে কোনো প্রশ্ন করা হবে না বলে এর ব্যাখ্যা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার বিকেলে এ সংক্রান্ত একটি ব্যাখ্যা জারি করে তা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) পাঠানো হয়।

এনবিআরের করনীতি বিভাগের সচিব তাহমিদ হাসনাত খান স্বাক্ষরিত ব্যাখায় বলা হয়েছে, ‘২০০৯-১০ অর্থবছরে অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছিল, যা উদ্দেশ্য ছিল পুঁজিবাজারের বিকাশ ও এই খাতে বিনিয়োগকে উৎসাহিত করা। একই বিবেচনায় ২০১১-১২ অর্থবছরে অপ্রদর্শীত আয় বিনা ব্যাখ্যায় স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত কোম্পানির শেয়ারে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এই বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীকে তার আয়ের উৎস সম্পর্কে কোন প্রশ্ন করা হবে না।’

পুঁজিবাজার নিয়ে গত বুধবার বাজার সংশ্লিষ্টদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করলে এর জন্য সংশ্লিষ্ট প্রশাসন প্রশ্ন করবে না বলে নীতিগত সিদ্ধান্ত হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here