পিরোজপুর : পিরোজপুর সদর হাসপাতালের পানি সরবরাহ ২ দিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে রয়েছেন সেখানকার রোগীরা।
একশ শয্যা বিশিষ্ট পিরোজপুর সদর হাসপতালের পানি সরবরাহের মটর বুধবার দুপুরে বিকল হয়ে যায়। মেরামত করা না হলে গত ২৪ ঘন্টা ধরে হাসপাতালের শিশু ও গাইনীসহ সকল ওয়ার্ডের পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে চরম বিপাকে পড়ে রোগীরা।
তবে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শংকর কুমার ঘোষ জানালেন তার জানা ছিলনা এ সমস্যার কথা। তিনি দ্রুত ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।
রোগীদের আকুতি অতি শীঘ্র পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করা হোক।
রশিদ আল মুনান/