জাহিদুল ইসলাম জাহিদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা)

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের মেধাবি ছাত্র মারুফ মিয়া ও আফরুজা আক্তার ভাইবোন উভয়ে পিতার চিকিৎসার জন্য নিজের কিড্‌নি বিক্রি করার সিদ্ধান- নিয়েছে।

জানা যায়, নিজামখাঁ গ্রামের হত দরিদ্র এরশাদুল হক দীর্ঘদিন থেকে ক্যান্সার এবং তার স্ত্রী প্যারালাইস রোগে আক্রান- হয়ে বিভিন্ন হাসপাতালে এবং ডাক্তারের নিকট চিকিৎসা করার কারণে বাস-ভিটাসহ জমা-জমি বিক্রি করেছে। এমতাবস’ায় তার চিকিৎসার ব্যয়ভার বহনের আর কোন পথ নেই।

এ কারণে কোন উপায়ান- না পেয়ে তার ছেলে ও মেয়ে কিডনি বিক্রি করার সিদ্ধান- নিয়েছে। পাশা-পাশি সমাজের বিত্তবান ব্যক্তির নিকট থেকে সাহায্যের আবেদন করেছে। সাহায্য পাঠানোর ঠিকানা ইসলামী ব্যাংক সুন্দরগঞ্জ শাখায়, সঞ্চয়ী হিসাব নং- ১৮০৬।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here