ডেস্ক রিপোর্ট:: মিরপুর টেস্টে প্রথম দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। দিন শেষে ৫ উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ করেছে ৩৬২ রান। সফরকারীদের এমন পারফরম্যান্সের জন্য আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রট দায় দেখছেন বোলারদের। তার দাবি, বোলাররা যেভাবে বল করেছে, তাতে বাংলাদেশ দল সহজেই রান করতে পেরেছে।
ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে ট্রট বলেন, ‘আমার মনে হয় যেভাবে আমরা বল করেছি, তাতে তাদের (বাংলাদেশকে) সাহায্য করেছি। তাদের রান রেট কমিয়ে দিতে পারতাম। আমার মনে হয় না যেভাবে বল করা দরকার ছিল, সেভাবে করতে পেরেছি। উইকেটে কিছু ব্যাপার ছিল। যখন আমরা যথেষ্ট সময় ঠিক জায়গায় বল করেছি, তখন সেটি দেখেছি; সুযোগ তৈরি হয়েছে তখন। টেস্ট ক্রিকেটে সবকিছুই আমাদের ভালো করতে হবে। সবকিছু ঠিকভাবে করে যেতে হবে। কাল আমাদের ভালো করতে হবে। এটা ছেলেদের জন্য ভালো শিক্ষা ছিল।’
বৃহস্পতিবার দ্বিতীয় দিনে দলের লক্ষ্যের কথা জানিয়ে ট্রট বলেন, ‘১০ রানের ভেতর ৫ উইকেট নেওয়া, এরপর ৫০০ রান করা! তাদের লাঞ্চের আগে অলআউট করতে পারলে ভালো হবে। এক ওভার পরই আমরা আবার নতুন বল পাবো। এরপর আশা করি নিজাত ও বাকি পেসাররা ভালো বল করবে। ছেলেরা আজকের অতিরিক্ত গরম থেকে শিখেছে।’
আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ দলের পার্থক্য অভিজ্ঞতায়, এমনটিই মনে করেন ট্রট, ‘বাংলাদেশ পরের বছর ১২টা টেস্ট খেলবে। আফগানিস্তান টেস্ট খেলছে ২৭ মাস পর। এটা দেখায় বাংলাদেশের ক্রিকেটারদের অভিজ্ঞতার সঙ্গে আমাদের পার্থক্য। আপনি এটা কিনতে পারবেন না। আমাদের অনেক ক্রিকেটার ১০-১৫টা প্রথম শ্রেণির ম্যাচ খেলে আজকে টেস্ট খেলতে নেমেছে। এগুলো কঠিন ব্যাপার। আফগানিস্তান বা বাংলাদেশের মতো দেশগুলোকে কোথাও শুরু করতে হয়েছে। টেস্ট অঙ্গনে আফগানিস্তানের জন্য এটাই সেই সময়।’