পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপিএনামুল হক কাশেমী, বান্দরবান প্রতিনিধি :: পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, পার্বত্য তিন জেলা বান্দরবান,রাংগামটি এবং খাগড়াছড়ি জেলায় নতুন নতুন সড়কপথ এব সেতু নির্মাণ, সম্প্রসারণসহ অবকাঠামোগত জনকল্যাণে নাগরিক সুবিধা নিশ্চিতে প্রায় ৯ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পগুলোর বেশির ভাগ কাজই শেষ হবে আগামী ডিসেম্বর নাগাদ। জাতিরজনক বংগবন্ধু তনয়া জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাাসিনার বিশেষ নজরদারী থাকায় পাহাড়ের সর্বত্রই বিপুল উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সরকারের উন্নয়নধারা অব্যাহত রয়েছে।

বুধবার বিকেল ৫টায় বান্দরবান জেলা শহরের সাংগু নদীর পশ্চিম পাড়ে সেনাবাহিনীর নিরাপত্তা চেকপোষ্টের পাশে ২৯ কিমি দীর্ঘ বান্দরবান-বাংগালহালিয়া সড়কের ওভারলে প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি এসব কথা বলেন। প্রায় ২০ কোটি টাকা বয়ে ৬মাস মেয়াদি এ ওভারলে প্রকল্পের কাজ শুরু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন,পুলিশ সুপার মো.জাকির হোসেন মজুমদার,অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মো.শফিউল আলম, পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ এবং স্থানীয় নেতৃবৃন্দ।

সড়ক বিভাগের রাংগামাটি সার্কেল তত্বাবধায়ক প্রকৌশলী একে আজাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজিব আহমেদ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here