স্টাফ রিপোর্টার :: নিজের পাসপোর্ট হারিয়ে বিপাকে পড়েছেন অভিনেত্রী ইলোরা গহর। পাসপোর্ট হারানোয় চিকিতসার জন্য তার বিদেশ যাওয়া আটকে আছে বলে তিনি জানান।
গত ১ জুন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সিএনজিতে নিজের পাসপোর্ট ফেলে যান বলে ইলোরা গহর জানান।
তিনি বলেন, শুধু পাসপোর্টই না। তার সঙ্গে ভোটার আইডি কার্ডসহ জরুরী কিছু কাগজপত্রও ছিলো। আমারটা বাদেও আরেকটা পাসপোর্ট ছিলো।’
ইলোরা গহর জানান, সেদিন সিএনজিতে কাগজপত্রগুলো ভুলে ফেলে যান তিনি। একটু বাদে ফিরে এসে দেখেন সিএনজি নেই। পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ড হারানোর পর থানায় জিডি করেছেন বলে তিনি জানান।
কেউ যদি ইলোরা গহরের পাসপোর্টসহ অন্য পাসপোর্ট, ভোটার আইডি কার্ড এবং অন্যান্য কাগজপত্র পেয়ে থাকেন তাহলে সেগুলো ফেরত দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, ‘মূলত যে কাগজপত্রগুলো হারিয়েছে তা কারো কাজে লাগবে না। কিন্তু সেগুলো আমার জন্য অতি গুরুত্বপূর্ণ। সে কারণেই যদি কেউ সেগুলো পেয়ে থাকেন, তাহলে ফেরত দেয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।’
ইলোরা গহরের পাসপোর্টে নাম লেখা আছে- Tasween Gahar.
কেউ পাসপোর্ট পেয়ে থাকলে ফেরত দেয়ার জন্য ০১৯৭৭০০০৪০০ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন ইলোরা গহর।