ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: 

শান্তি ও সমৃদ্ধির অন্বেষায় – অক্টোবর সেবা মাস ২০২৩ উপলক্ষে গত ১৬অক্টোবর লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট’র উদ্যোগে ক্লাবের পার্মানেন্ট প্রজেক্ট ঘাসফুল পরাণ রহমান স্কুল প্রাঙ্গনে চক্ষু পরীক্ষা ( আই সাইট টেস্টিং) সম্পন্ন হয়।

উক্ত চক্ষু পরীক্ষায় ( আই সাইট টেস্টিং) ক্লাবের পার্মানেন্ট প্রজেক্ট ঘাসফুল পরাণ রহমান স্কুলের ১৬৩জন ও পূর্বমাদারবাড়ী সেবক কলোনীস্থ সিগনেচার প্রজেক্ট ঘাসফুল শিশু বিকাশ কেন্দ্রের ৩০জন মোট ১৯৩ জন শিক্ষার্থীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা ( আই সাইট টেস্টিং) করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এর মাননীয় জেলা গভর্নর লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ।

এসময় আরো উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, রিজিওন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট’র সভাপতি লায়ন আবেদা বেগম, রিজিওন চেয়ারপার্সন ও ক্লাব ডিরেক্টর লায়ন পারভীন মাহমুদ এফসিএ, পিএমজেএফ, জোন চেয়ারপার্সন লায়ন হোমায়রা কবির চৌধুরী, লায়ন আফরোজা গণি ইব্রাহিম ও লিও জেলা চেয়ারম্যান লায়ন এ.কে.এম. নবিউল হক সুমন।

আরো উপস্থিত ছিলেন লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল,৩১৫-বি৪ বাংলাদেশের সম্মানিত জেলা সভাপতি লিও আতিক শাহরিয়ার সাদিফ, সহ-সভাপতি লিও ইসমাইল বিন আজিজ আলভী, কোষাধ্যক্ষ লিও রাফিদ মোহাম্মদ আহনাফ, লিও ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট’র যুগ্ম সম্পাদক লিও মো: মেহেদী হাসান, ট্রেজারার লিও জারিন আনান, সদস্য লিও ইকরাম হোসেন ও লিও দেলোয়ার হোসেন সিয়ামসহ স্কুলের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষকগণ প্রমুখ।

এ ছাড়াও ক্লাবের সিগনেচার প্রজেক্ট’র ঘাসফুল শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষার্থীদের সাথে আরো উপস্থিত ছিলেন মাননীয় জেলা গভর্নর লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here