পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকার সবসময় আন্তরিকতার কথা বলে। কিন্তু বাস্তবে সরকারের আন্তরিকতা দেখায় না। সরকারের প্রতিনিধিরা বারে বারে এ কথা বললেও বাস্তবে তা নয়। এটি এখন সরকারি ভাষা হয়েছে। সরকারের প্রতিনিধিরা কোনদিন আন্তরিকতা ছাড়া কথা বলেনা। বৃহস্পতিবার দুপুর ১২ টায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) কমিশনের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের সামনে কথাগুলো বলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। প্রতিনিধিদলের সাথে সন্তু লারমার পৌনে দুই ঘন্টা সভা চলে।
সিএইচটি কমিশনের কো- চেয়ারম্যান ডাঃ সুলতানা কামাল বলেন, পার্বত্য চুক্তি অত্যন্ত ধীরগতিতে বাস্তবায়ন হচ্ছে। পার্বত্যাঞ্চলে শান্তি ফিরে আনার জন্য যত দ্রুত সম্ভব চুক্তি বাস্তবায়ন জরুরী। চুক্তিতে কিছু যোজন বিয়োজন করতে করতে হলেও তা করা প্রয়োজন।
পরে কমিশনের প্রতিনিধি দল রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক সৌরেন্দনাথ চক্রবর্তী, জনসংহতি সমিতি (জেএসএস), বাঙালীদের সংগঠন সম অধিকার আন্দোলন সহ নাগরিক সমাজের সাথে পৃথক মত বিনিময় সভা করে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আলমগীর মানিক/রাঙ্গামাটি