পারাবাত-৭’র স্টাফ কেবিন থেকে শনিবার ভোরে অজ্ঞাত নামা এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। বরিশাল কোতয়ালী থানা পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঐ লঞ্চের কেবিন বয় শহীদ নামের একজনকে আটক করেছে।
শহীদ কোতয়ালী পুলিশকে জানিয়েছে, মহিলা ও অপর একজন মিলে একটি স্টাফ কেবিন ভাড়া নেয়। সকালে কেবিন তালা মারা দেখে তাৎণিকপুলিশকে জানালে পুলিশ এসে তালাভেঙ্গে মহিলার লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি শাহেদুজ্জামান জানান, লাশ উদ্ধার ও সুরতহাল করা হয়েছে। এখন তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মামুনুর রশিদ/বরিশাল