আনন্দঘন আর সৌহার্দপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পাবনায় কর্মরত সংবাদকর্মীদের প্রাণের প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী ‘পাবনা প্রেসক্লাব’র দ্বিবার্ষিক (২০১১-১৩) নির্বাচন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অধ্যাপক শিবজিত নাগ-আহমেদ উল হক রানা জয়লাভ করেছেন।

শুক্রবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যনত্ম ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৫৮ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৫৬ জন।

নির্বাচিতদের মধ্যে অন্যরা হলেন সহ-সভাপতি পদে আব্দুল কুদ্দুস চাঁদু ও কামাল আহমেদ সিদ্দিকী, সহ-সম্পাদক পদে আঁখিনূর ইসলাম রেমন, অর্থ সম্পাদক পদে জিকে সাদী,সাহিত্য-সাংস্কৃতিক পদে ছিফাত রহমান সনম, কল্যাণ সম্পাদক পদে শফি ইসলাম, দপ্তর সম্পাদক পদে আব্দুর রশিদ। এছাড়া কার্যনির্বাহী সদস্য’র সাতটি পদে নির্বাচিতদের মধ্যে প্রবীণ সাংবাদিক আনোয়ারম্নল হক, রনেশ মৈত্র, মির্জা আজাদ, কৃষ্ণ ভৌমিক, এমজি বিপস্নব চৌধুরী,মুহাম্মদ মহিউদ্দিন, শফিকুল ইসলাম শিবলী, নির্বাচিত হয়েছেন। এর আগে গত ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার ক্রীড়া সম্পাদক পদে মোসত্মাফিজুর রহমান চন্দন কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

উলেস্নখ্য, পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠা করা হয় ১৯৬১ সালে। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন একেএম আজিজুল হক এবং সম্পাদক ছিলেন রনেশ মৈত্র।

এদিকে নবনির্বাচিত সভাপতি সাধারন সম্পাদকসহ নির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন, দৈনিক মানব জমিন ও একুশে টেলিভিশনের স্টাফ রির্পোটার রাজিউর রহমান রম্নমি,,দৈনিক বিবৃতি’র সম্পাদক ইয়াছিন আলী মৃধা রতন, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক ও দিনকাল প্রতিনিধি কাজী বাবলা,দৈনিক প্রথম আলো পাবনা প্রতিনিধি সরোয়ার উলস্নাস, সময় টেলিভিশন প্রতিনিধি সৈকত আফরোজ আছাদ,দৈনিক ডেসটিনি ও ইউনাইটেড নিউজ ২৪ ডট কমের প্রতিনিধি কলিট তালুকদার, জয় বাংলা প্রতিনিধি খোন্দকার বাপ্পি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here