কলিট তালুকদার, পাবনা প্রতিনিধি : 

২৫০ শয্যা বিশিষ্ঠ পাবনা জেনারেল হাসপাতালে এক ইন্টার্ন নার্সকে শারীরিক ভাবে লাঞ্চিত করার প্রতিবাদসহ আট দফা দাবীতে কর্মবিরত দিয়ে নানা কর্মসূচী পালন করেছে ইন্টার্ন নার্সরা।

বুধবার (০১ ফেব্রুয়ারী) সকালে ইন্টার্ন নার্সরা পূর্নরায় কর্মবিরতি দিয়ে হাসপাতাল চত্বরে অবস্থান কর্মসূচী পালন করে। কর্মসূচী চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন পাবনা জেলা শাখার সভাপতি জাহিদ হাসান,সাধারন সম্পাদক শাহীন আলম, সহ-সভাপতি বেল্লাল হোসেন,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক রিসাত ইসলাম রিতিসহ অনেকে।

বক্তারা ইন্টার্ন নার্সকে শারীরিক ভাবে লাঞ্চিতকারী দালাল সাদ্দামকে গ্রেফতারসহ আট দফা দাবী মেনে নিতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। অবিলম্বে দাবী না মানলে তারা কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।

এদিকে আলোচনা করে দাবী মেনে নেওয়ার আশ্বাস পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ ওমর ফারুক মীরের।

উল্লেখ্য মঙ্গলবার (৩১ জানুয়ারী) মেডিসিন ওয়াডের্র মহিলা ইউনিটে ডিউটিরত পাবনার ইছামতি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন সাইন্স এন্ড মিডওয়াইফারির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজা হোসেনকে সাদ্দাম হোসেন নামের হাসপাতালের এক দালাল শারীরিক ভাবে লাঞ্চিত করে। এর পর রাত থেকে কর্মবিরতি শুরু করে হাসপাতালে ইন্টার্ন নার্সরা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here