পাবনায় ৯ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দকলিট তালুকদার, পাবনা প্রতিনিধি :: পাবনার সুজানগর উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার সময় বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করে উপজেলা মৎস্য অধিদপ্তর।

সুজানগর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে, শুক্রবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা মুস্তারিনা আফরোজের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সাতবাড়িয়া, চর ভবানিপুর, সাগরকান্দি,রায়পুর এলাকায় পদ্মা নদীতে অভিযান চালায়।

এসময় নয় লাখ টাকা সমমূল্যের এক লাখ ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করে। পরে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও ইলিশ মাছ দুইটি এতিমখানায় বিতরন করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here