পাবনার আটঘরিয়ায় উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপ বৃহস্পতিবার একই সময় একই স্থানে সভা আহবান করা নিয়ে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। বুধবার রাতে উপজেলা প্রশাসন এ ঘোষণা দিয়ে এলাকায় মাইকিং করে।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা পাঞ্জাব আলী বিশ্বাসের পক্ষে উপজেলার চাঁদভা বাজারে বৃহস্পতিবার দুপুরে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। একই সময়ে যুবলীগের  পক্ষে থেকে পাল্টা একটি প্রতিবার সভার আহ্বান করলে ওই এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের নেতা কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

এই অবস্থায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চাঁদভা বাজার এবং আশপাশের এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আটঘোরিয়া উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম যুবলীগের পক্ষ থেকে পাল্টা সভা আহ্বান করা হয়েছে বলে স্বীকার করেন। এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য পাঞ্জাব আলী বিশ্বাস বলেন, বর্তমান সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু আমার রাজনৈতিক ইর্ষান্বিত হয়ে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এ ধরনের অপকর্ম করে যাচ্ছে। আমি পাবনা-৪ আসনে সংসদ সদস্য হিসাবে মনোনয়ন চাইতে পারি এটাই তার মাথা ব্যাথার মূল কারন বলে মনে হচ্ছে।

উল্লেখ্য ঈদের পর আটঘোরিয়া ও ঈশ্বরদীর বিভিন্ন স্থানে সাবেক এমপি পাঞ্জাব আলী বিশ্বাসের ঈদ শুভেচ্ছার কয়েকটি ব্যানার আওয়ামী লীগের অপর গ্রুপের নেতা ও পাবনা-৪ আসনের এমপি শামসুর রহমান শরীফ সমর্থকরা ছিঁড়ে ফেলে। এরপর থেকে দুই উপজেলার আওয়ামী লীগের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here