কলিট তালুকদার, পাবনা প্রতিনিধি :: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাবনায় শুরু হয়েছে ১০ দিন ব্যাপী স্কুল ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী।
শনিবার সকালে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যদিয়ে “আমার বন্ধু রাশেদ” চলচ্চিত প্রদর্শনীর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম।
পাবনা সদর থানার অফিসার ইনর্চাস আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও শিশির আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের উত্তর অঞ্চলের ব্যুরো চীফ উৎপল মির্জা, পাঠশালার সভাপতি স্বাধীন মজুমদার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) হাফিজ উদ্দিন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার প্রমূখ।
মাসপো গ্রুপের সহযোগীতায় মুক্তিযুদ্ধ ভিত্তিক এই চলচ্চিত প্রদর্শনী চলবে আগামী ২২ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত। পর্যায় ক্রমে পাবনা শহরের ১০ টি বিদ্যালয়ের এই চলচ্চিত প্রদর্শনী করা হবে।