পাবনা সদর উপজেলার পাবনা-সুজানগর মহাসড়কের খয়েরসুতি নামক স্থানে সোমবার সকালে একটি যাত্রীবাহী বাস উল্টে এক ব্যাক্তি নিহত ও অপর ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বাসের হেলপার কালাম হোসেন (২৪) সদর উপজেলার নলদহ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল ১০ টার দিকে মোল্লা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-চ-৪৮৯৪) পাবনা থেকে সুজানগর যাচ্ছিল। পথে মধ্যে খয়েরসুতি নামকস্থানে পৌছালে পিছনের একটি চাকা খুলে যায়। এতে বাসটি উল্টে গেলে ঘটনাস্তলেই
বাসের হেলপার কালাম হোসেন নিহত এবং ২০ বাস যাত্রী আহত হয়। আহতদের মধ্যে রহমান(৭০), সিদ্দিক হোসেন (৫০), মজিদ মোলস্না (৩০), হাজেরা খাতুন (৪০), মাসুদ হোসেন (২০), মোহন শেখ (৫৫), বাশার প্রামানিক (৫০), আক্কাজ আলী (৫০), লতিফ শেখ (৪৫), জালাল উদ্দিন (৪০), মবিন শেখ (৩৫), আলিমুদ্দিন আলী (২৫) কে মুমুষ অবস্থায় ।
পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে আটক করেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা