পাবনার চাটমোহর উপজেলায় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানান, উপজেলার শানকিভাঙ্গা বিলে জমা বর্ষার পানিতে এলাকার শিক্ষিত যুবকেরা কার্প জাতীয় মাছের আবাদ করে। গত সোমবার বিকেলে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যাক্তি জোর করে ওই মাছ ধরতে গেলে মাছ চাষীরা এতে বাধা দিলে উভয়ক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।

আহতদের মধ্যে মুমুর্ষ অবস্থায় উপজেলার খৈরাশ গ্রামের একরাম হোসেন (৪০), জিন্নাহ (৩৫) ও আলাউদ্দিন প্রামাণিক (৩৬) ও মোসলেম উদ্দিন (২৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, ঘটনার পর দু’পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। পূর্নরায় সংঘর্ষ এড়াতে বিল পাড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে । উলে­খ্য গত ৪ নভেম্বর একটি জাতীয় পত্রিকায় বিলের পানিতে শিক্ষত বেকারদের মাছ চাষ। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়ে ছিল।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা

১৫ নভে¤^র ২০১১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here