ভ্রাম্যমান আদালত বুধবার পাবনা শহরের একটি ঔষুধের দোকানে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ সরকারী ঔষুধসহ বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন ও আমদানী নিষিদ্ধ ভারতীয় ঔষুধ জব্দ করেছে। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মশিউর রহমান খান অবৈধ ঔষুধ রাখার দায়ে দোকান মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ক্যাপ্টেন মেজর মাহফুজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে যে, শহরের আব্দুল হামিদ সড়কের কয়েকটি দোকানে বিক্রি নিষিদ্ধ, মেয়াদ উত্তীর্ণ ঔষুধ বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১২ টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে র্যাবের একটি দল আব্দুল হামিদ সড়কের “আনোয়ার ফার্মেসী” নামের একটি ঔষুধের দোকানে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ জন্মনিরোধক ‘প্রোভেরা’ ইনজেকশন, ৬ হাজার ২৪০ পিস ভারতীয় ‘সেনেগ্রা’ ট্যাবলেট, ৪ হাজার ৮শ’ পিস সিটিজেন’ ট্যাবলেট, ৪১ হাজার পিস ‘নিমো’ ট্যাবলেট, ১১ হাজার পিস ‘কেরাকটিন’ ট্যাবলেট ও ৭ পিস সেক্স ওয়েল ঔষূধ জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মশিউর রহমান খান দোকান মালিক আনোয়ার হোসেন কে ৫০ হাজার টাকা জরিমানা করেন। দোকান মালিক তাৎক্ষনিকভাবে জরিমানার টাকা প্রদান করে। আনোয়ার হোসেন পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামের আবুল কাশেমের ছেলে।
ইউনাইটেড নিউজ ১৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা