পাবনায় পর পর দুই দিন ১৪৪ ধারা জারী থাকার পর গতকাল মঙ্গলবার সকালে জেলা বিএনপির বিবাধমান দু গ্রুপই শহরে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। এ সময় সাধারন মানুষের মধ্যে চরম  আতংক ছড়িয়ে পড়ে।

পর পর দুই দিন ১৪৪ ধারা জারী থাকায় মঙ্গলবার পুলিশ দুই গ্রুপকে শর্ত সাপেক্ষে মিছিল ও সমাবেশ করার অনুমতি দেয়।

সকাল ১১ টার জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ ও সাধারন সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতার নেতৃত্বে শহরের গোপালপুরস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধারমূখে মিছিল করতে না পেরে দলীয় কার্যালয়ের সামনে দেশের বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে গায়েবানা জানাজা নামাজ পড়েন।

এদিকে সকাল সাড়ে ১১ টার দিকে পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টুর নেতৃত্বে বিএনপির বিদ্রোহী অংশ শহরের তাঁতীবাজারস্থ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল টি জেলা আওয়ামীগ কার্যালয়ের সামনে গেলে পুলিশ মিছিলে বাধা দেয়। পরে তারা শহরের দোয়েল চত্বরে সমাবেশ করে। সমাবেশে বক্তারা জেলা কমিটি বাতিলের দাবী জানান। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতনের প্রতিবাদ জানান। এদিকে জেলা বিএনপির বিদ্রোহী অংশ গতকাল মঙ্গলবার থেকে ৭ দিনের কর্মসূচী ঘোষনা করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সদ্য ঘোষিত জেলা কমিটি বাতিলের দাবীতে টানা ৭ দিন প্রতিদিন সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল এবং বেলা ৩ টায় প্রতিবাদ সমাবেশ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here