সদর থানা থেকে মাত্র দেড়’শ গজ দূরে মোবাইল কোম্পানি বাংলা লিংক’র পাবনা আঞ্চলিক অফিসে দূর্ধষ ডাকতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ টাকাসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

পুলিশ জানায়, শহরের থানা পাড়াস্থ শহীদ টিংকু লেনে অবস্থিত বাংলা লিংক অফিসে বৃহস্পতিবার দিনগত গভীর রাতের কোন এক সময় একদল ডাকাত বাংলা লিংক অফিসের দড়জা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা অফিসের একটি লোহার সিন্দুক ভেঙ্গে নগদ ৮ লক্ষ ৪১ হাজার টাকা, ১০ লক্ষ ৭২ হাজার টাকা মুল্যের ক্রাচ কার্ড ও ৩ টি ল্যাপটপ ও মোবাইল সিম কার্ডসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ওই ভবনের নাইটগার্ড সোবাহান কে জিজ্ঞাবাদের জন্য আটক করেছে।

এদিকে থানা থেকে মাত্র দেড়শত গজ দূরে এ ধরনের দূর্ধষ ডাকতির ঘটনায় পুলিশে প্রতি চরম ড়্গোভ প্রকাশ করেছেন এলাকবাসী। এলাকাবাসীরা ড়্গোভ প্রকাশ করে বলেন প্রায়ই শহরে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ কোন  পদড়্গেপ গ্রহণ না করায় এধরনের ঘটনা বেড়েই চলছে। তারা পুলিশের রাত্রিকালীন টহল জোরদার করার দাবী জানান।

ঘটনার সত্যতা স্বীকার করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত উদ্দিন বলেন

এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। পুলিশ লুষ্ঠিত মালামাল উদ্ধার এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জোর চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।

ইউনাইটেডন নিউজ ২৪ডট কম/কলিট তালুকদার /পাবনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here