পাবনার চাটমোহরে একটি পিস্তল ও একটি ম্যাগজিনসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম (৩৩) উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চক উথুলী গ্রামের সোনাউল্লাহ প্রমানিকের ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্প সূত্র জানায়, সিরাজুলের কাছে অস্ত্র আছে-এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাসী করে একটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা